টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: ৭ দফা দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা করা হয়েছে। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে আগামী বছর থেকে দেশের সকল ইটভাটার ইট উৎপাদন বন্ধের হুশিয়ারী দেন সংগঠনের নেতারা।
১১মার্চ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাযালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদর এলাকায় একত্রিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কাযালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারির মালিক সমিতির নেতৃবৃন্দ।
এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে। সবকিছুই মিলিয়ে প্রায় ২কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়াও এই খাতের মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ী থেকে যাবে। হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
উল্লেখ্য, ঝিকঝ্যাক ইটভাটার ছাড়পত্র ও লাইন্স প্রাপ্তির জটিলতার নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৭ দফার দাবিতে নানা কর্মসূচি পালণ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির যুগ্ম মহাসচিব শাজাহান সরকার, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহীদ মিয়া, কেন্দ্রীয় সদস্য ছানোয়ার হোসেন খান, মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সদস্য জুলহাস মিয়া।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সিদ্দিকী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.