বিটিসি বিনোদন ডেস্ক: সারা বিশ্ব থেকে ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল বীনা মালিক। সম্প্রতি তিনি একটি পডকাস্টে অংশ নেন। সেখানে তিনি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ক্যারিয়ারের শুরুর কথা বলতে গিয়ে বীনা বলেন, ওই সময়টা আমার জন্য রোলারকোস্টার রাইডের মতো ছিল। সময়টা আমার কাছে এতটাই ব্যস্ত ছিল যে, আমার কাছে কোনো সময় ছিল না। বড় বোন আমার মেকআপ তুলে দিত এবং সে নিজ হাতে আমাকে খাইয়ে দিত।
এক প্রশ্নের জবাবে এই পাক অভিনেত্রী বলেন, আমি আমার ক্যারিয়ারের শীর্ষে এবং ভারতে একটি রিয়েলিটি শো চলাকালীন সারা বিশ্ব থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি। তবে আমি জানতাম না এই প্রস্তাবগুলো কোথা থেকে এসেছে এবং কারা করেছে। কারণ তাদের সঙ্গে সরাসরি আমার যোগাযোগ ছিল না।
বীনার মতে, ভারতে ওয়েডিং রিয়েলিটি শো চলাকালীন আমার টিম আমাকে বলেছিল যে, তারা আমার জন্য ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছে। এ অফারগুলো পাকিস্তান এবং ভারতসহ সারা বিশ্ব থেকে এসেছে। তবে আমি জানি না প্রস্তাবগুলো আসলেই সত্য ছিল কিনা।
বীনা মালিক পাকিস্তানসহ বলিউডেও কাজ করেছেন ২০১০ সালে। তিনি ভারতে বেশ কয়েক বছর কাটিয়েছেন।
এদিকে বীনা ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং ওয়েডিং রিয়েলিটি শোতেও কাজ করেছেন। বীনা মালিক বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তবে ২০১৪ সালে তিনি ভারত থেকে দুবাইতে চলে যান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.