৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে ভূমিহীন আন্দোলনের স্মারকলিপি পেশ

ঢাকা প্রতিনিধি: আজ ২৭ আগস্ট ২০২৪ (মঙ্গলবার) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল আলম রাসু, সহ—সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান অনিক, আব্দুল্লাহ আল হোসাইন, শামসুদ্দিন রাকিব, আলমগীর হোসেন প্রমুখ।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ৫ দফা দাবি হলো সাবেক ফ্যাসিবাদী সরকারের সমর্থক সকল দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা—কর্মচারীদের পদচ্যুত করতে হবে।
ভূমিহীন—গৃহহীনদের সাথে উন্নয়নের নামে যে প্রতারণা, দুর্নীতি, লুটপাট করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক সহ জড়িত সকল আমলা, ডিসি, ইউএনও, এসি ল্যান্ড, জনপ্রতিনিধি কে বিচারের আওতায় নিয়ে এসে যৌথ জবাবদিহি কমিশনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
হাট ও ঘাট থেকে ইজারাদারী নামের জমিদারী প্রথা উচ্ছেদ করে হাট, ঘাট, নদী, নালা, ভূমি, জলাশয় রাজনৈতিক ভূমিদস্যু ক্যাডারদের হাত থেকে মুক্ত করতে হবে।
ভূমিহীন কৃষকদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে ভূমিহীন প্রতিনিধি রাখতে হবে। হরিজন, বিহারী, রবিদাস, পাহাড়ি, সমতল সকল বৈষম্য দূর করতে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.