চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার জাল ট্যাক্স স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির ৪টি মেশিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বিটিসি নিউজকে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের পাক্কার দোকানের উত্তর পাশে আব্দুল সবুরের বাড়ির ভাড়াটিয়া আরিফের বাসার ভিতর থেকে ৮ লাখ পিস সিগারেটের গায়ে লাগানো জাল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
জাল ট্যাক্স স্ট্যাম্পের মূল্য পাঁচ কোটি টাকা। সেইসঙ্গে জাল ট্যাক্স স্ট্যাম্প তৈরির ৪টি মেশিনও জব্দ করা হয়েছে।
এছাড়াও জাল ট্যাক্স স্ট্যাম্প তৈরির চক্রের মূলহোতা আরিফসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.