বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোপন সংবাদে অভিযান চালিয়ে আজমতপুর সীমান্তে ফেন্সিডিল ও মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা তেলকূপী গ্রামের মৃত শমসের আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৫)। এসময় ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩১ মে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে আজমতপুর বিওপির নাঃ সুবেঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকার এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম কে ৯২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.