৫৩ বিজিবির হাতে আটক-২০, চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বিএসএফ’র পুশইন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার (১৮ জুন) ভোর রাত পৌনে ৫টার দিকে ৫৩ বিজিবি অধীনস্থ মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস এর কাছ থেকে তাদের আটক করে ৫৩ বিজিবি সদস্যরা।
পুশইনকৃত ২০ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এর পাঠানো এক প্রেসনোটে বুধবার দুপুরে জানানো হয়, ১৮ জুন আনুমানিক ভোর রাত পৌনে ৫টার দিকে অত্যন্ত দূর্যোগপূর্ণ প্রতিকুল আবহাওয়ায় প্রবল বৃষ্টির সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে ২০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে।
আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়। বর্তমানে আটককৃতদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.