নিজস্ব প্রতিবেদক: তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বিটিসি নিউজকে বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটিকে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন বিটিসি নিউজকে বলেন, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। যাত্রীরা স্টেশনে-ট্রেনে অপেক্ষা করছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.