বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে অভিজ্ঞ জেমস ম্যাডিসনের প্রথমার্ধের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহাম। ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল স্পারসরা।
টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের প্রথম গোলের সুযোগ ইউনাইটেড তৈরি করলেও, প্রথম গোল আদায় করে নেয় টটেনহ্যাম। ম্যাচের ১৩তম মিনিটে বক্সের ভেতর থেকে লুকাস বার্গভালের শট গোলরক্ষক ওনানা ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে বল জালে পাঠান ম্যাডিসন। এই গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
দ্বিতীয় হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ফলে মৌসুমে আরও এক হারের মুখ দেখল আমোরিমের দল। ম্যাচের আগে ইউনাইটেড কোচ অবশ্য একটা বড় দুঃসংবাদ দিয়েছিলেন দলের সমর্থকদের। ইনজুরির কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না ছন্দে থাকা দলের উইঙ্গার আমাদ দিয়ালো।
এদিকে টটেনহ্যামের কাছে হেরে এক লজ্জার রেকর্ড গড়ল ম্যানইউ। ১৯৭৩-৭৪ মৌসুমের পর শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হারল ইউনাইটেড।
২৫ ম্যাচে ৯ জয় ও ১৩ হারে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বর স্থানে টটেনহ্যাম। সমান ম্যাচে ৮ জয় ও ১২ হারে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে ইউনাইটেড। ১৯৭৩-৭৪ মৌসুমে শেষবার প্রথম বিভাগ থেকে অবনমন হয়েছিল ইউনাইটেডের। চলতি মৌসুমে অবনমনের শঙ্কা জেগেছে আমোরিমের দলের। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.