৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু, গাজিপুর জয়ী

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় শনিবার (১৫ মার্চ) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে সফররত গাজিপুর জেলা ২ উইকেটে হারায় চিটাগাং জেলাকে।
টস জয়ী চিটাগাং জেলা ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভাওে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ কাফিল উদ্দিন ২৯, সামস বাপ্পআ ৪১ ও আস রুবেল ৫০ রান করেন। বিপক্ষ দলের পক্ষে মাজকাপুল ৫৬ রানে ৩টি, আল আমিন ৩১, ইসমাইল ৩৭ ও রাইহান ৬১ রানে ২টি কওে উইকেট নেন।
গাজিপুর জেলা ২৩৩ রানের টাগের্ট নিয়ে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভাওে ৮ উইকেট হারিয়ে টার্গেট পুর্ণ করে(২৩৪ রান)। দলের পক্ষে সর্বোচ্চ রাফায়েল তানজিদ ৬৬, জাকির ৩৪ ও আল আমিন অপরাজিত ৬৬ রান করে। বিপক্ষে আস রুবেল ৪৪ রানে ২টি ও সাজেদ ২৩ রানে ৪ উইকেট নেন।
আজকের কেলায় রাঙ্গামাটি জেলা ও শেরপুর জেলা অংশ নেবে। বেলুন ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, বিদায়ী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, সংস্থার এডহক কমিটির সদস্য ও ভেণ্যুম্যানেজার মোঃ তৌফিকুর রহমান রতনসহ দলীয় খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.