৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়েছে শ্রীলংকা। তৃতীয় ওভারের প্রথম বলে ১৩ রানের মাথায় তাসকিন আহমেদের বলে বোল্ড হন দিমুথ করুণারত্মে। আর ২ রান যোগ হতে বিদায় নেন পাথুম নিশাঙ্কাও। শরিফুল ইসলামের করা চতুর্থ ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরে ৪৩ রানের মাথায় কুশল মেন্ডিসকে ফেরান সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে শ্রীলংকা।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। একা নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে দাঁড়াতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাটে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মহেশ থিকশানার বলে কোনো রান করার আগেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। উইকেটে সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার নাঈম শেখ (১৬)। অষ্টম ওভারের চতুর্থ বলে স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ তুলে দেন তিনি।
পাওয়ার প্লেতে ওই ২ উইকেট হারিয়ে ৩৪ করে বাংলাদেশ। পাওয়ার প্লের পরের ওভারেই আবারও উইকেট পতন। পেসার মাথিশা পাথিরানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অধিনায়ক সাকিব। এরপর দলের হাল ধরেন তিনে নামা শান্ত ও তাওহীদ হৃদয়। ৫৯ রানের জুটি গড়ার পর দাসুন শানাকার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ২০ রান করা হৃদয়। ৯৫ রানে হৃদয়ের বিদায়ের পর ১২৭ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন মুশফিক। আর ১৪১ রানে শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝির পর রান আউটে কাটা পড়ে পতন হয় মিরাজের।
১৬২ রানের মাথায় সপ্তম ব্যাটার হিসেবে শেখ মেহেদী হাসানের পতনের পর যেন উইকেট বিলিয়ে আসার হিড়িক পড়ে বাংলাদেশ শিবিরে। ওই রানেই স্পিনার মহেশ থিকসানার বলে বোল্ড হন ৮৯ রান করা শান্ত। কোনো ছক্কা না মারলেও ৭ চারে ১২২ বলে এই রান করেন তিনি। দলের সঙ্গে আর ২ রান যোগ হতেই শেষ দুই ব্যাটার হিসেবে ফেরেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টে ‘বি’ গ্রপের ম্যাচে শ্রীলংকার পাল্লেকেলেতে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। গ্রুপের অপর দল আফগানিস্তান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.