১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা

চট্টগ্রাম ব্যুরো: আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেছেন বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
চট্টগ্রাম নগরীর অক্সিজেনে একটি রেস্টুরেন্টে ’৮৯ ব্যচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ২০ জানুয়ারী ২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী অমর বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া।
অনুষ্ঠানে স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া এবং ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া। এছাড়া শিক্ষিকা কাকলী বড়ুয়া, গ্রুপ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন, ব্যবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া ,শিক্ষক বাবুল পারিয়াল, কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, বৌদ্ধ নেত্রী জয়মালা বড়ুয়া এবং ব্যাবসায়ী রুপম বণিক, প্রবাসী বাসু বড়ুয়া শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুশীল বড়ুয়া, হাবিবুর রহমান, মো. আলমসহ ১৯৮৯ ব্যাচের আরও অনেক সদস্য।
সমীরণ কুমার বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তার সন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিউটন বড়ুয়া, পুত্রবধু সমাজ সেবিকা লুবনা বড়ুয়া ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সমীরণ কুমার বড়ুয়া শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন আমাদের জীবনগঠনের অনুপ্রেরণা।” তারা তার অবদানের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক পরিমল বড়ুয়াকে সম্মাননা স্মারক এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এটি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.