১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রন্তুত পরিকল্পনার উদ্দেশ্যে সম্মেলনের মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ। 
বুধবার সকাল ১১টায় রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল, রাজশাহী জেলার সেক্রেটারী গোলাম মুর্তজা, সহ-সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, আইবিডাব্লিউ-এর সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারী জসিমউদ্দিন সরকার, যুব সেক্রেটারী সালাউদ্দিন আহমেদসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জেলা এবং মহানগরী নেতৃবৃন্দরা।
আগামী ১৮ জানুয়ারী রাজশাহী জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরের জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন।
দীর্ঘ ১৪ বছরের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রন্তুতি রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.