নাটোর প্রতিনিধি: ১৪ বছর প্রেমেরপর মালয়েশিয়া তরুণীকে বিয়ে করলেন নাটোরের যুবকদীর্ঘ ১৪ বছর প্রেমের পর অবশেষে সেই মালয়েশিয়া তরুণী সিটি হাসনার (৩২) সঙ্গে নাটোরের যুবক আনিছ রহমানের (৪২) বিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।এসময় অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন তাদের বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন।
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ার ওই তরুনী।
আনিছ রহমান (৪২) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে। সিটি হাসনা (৩২) মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিছ রহমানের সঙ্গে মালয়েশিয়া তরুণী সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্য গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে প্রেমের টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিছ মালয়েশিয়ায় যেতেন।
অবশেষে শনিবার সকালে ওই মালয়েশিয়া তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন তার মা। রোববার নাটোর আদালতে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুল ইসলাম বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন। আজ তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তাদের দুজনের জন্য শুভ কামনা ও দোয়া রইলো।
প্রেমিক আনিছ রহমান বলেন, ১৪ বছরের প্রেমের সম্পর্ক আমাদের। আজ পারিবারিকভাবে আমাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। আল্লাহপাকের কাছে শুকরিয়া। আমরা দুজনে অনেক আনন্দিত, দীর্ঘ অনেক সময়ের পর আমাদের প্রেম স্বার্থক হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.