বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ১৩ বছর পর সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানাসাট বাজারে রনি ইঞ্জিনিয়ার নামে একটি দোকানে হামলা, ভাঙচুর ও ১ লাখ ২৫ হাজার টাকা লুটপাটের অভিযোগে এস.আই নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, কানসাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সারওয়ার আবেদীনসহ বিএনপি ও জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
আদালত রায়ে উল্লেখ করেন, মামলার আলামত ও সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাদের বেকসুর খালাস দেওয়া হলো।
আসামিপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘তুচ্ছ একটি ঘটনায় ১৩ বছর ধরে আমাদের মক্কেলদের হয়রানি করা হয়েছে।
আজ ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট। খালাস পাওয়া আসামিদের একজন শহিদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, ‘সরকারি দমন-পীড়নের অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অনেক সাধারণ মানুষ এসব মামলায় জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, কারাভোগ করেছে।
আজ ১৩ বছর পর আমরা খালাস পেলাম, এ জন্য আল্লাহর দরবারে শুরিয়া আদায় করছি।’ মামলার খালাসপ্রাপ্ত অন্য আসামীরাও আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.