BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবে মাতলেন ট্রাম্প

হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবে মাতলেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ায় দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

সঙ্গে ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও। হাজার হাজার শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন ‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে। হ্যালোইনের বিশেষ উৎসবে অংশগ্রহণ করে উচ্ছাস প্রকাশ করেন তারা।

পাঁচদিনের এশিয়া সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। ফিরেই রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে বার্ষিক হ্যালোইন ট্রিক-অর-ট্রিট অনুষ্ঠানে যোগ দেন তিনি। নানা সাজে সেজে অনুষ্ঠানে আসে শিশুরা। অনেকে কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজে।

বিশেষ এ অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন। অটোগ্রাফ দেয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবের আনন্দ ভাগ করে নেন তারা। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে ওঠে আনন্দ এবং উৎসবের রঙিন আবহ।

অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।

‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি, বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও, ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে।

প্রতিবছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। তবে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পশ্চিমা বিশ্বে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা ২য় অবস্থানে মিথিলা: ৫০ হাজার ভোট হলেই ‘মিস ইউনিভার্স’র মুকুট আসবে বাংলাদেশে রাজশাহীতে বিচারকের ছেলের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই, তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া ডায়াবিটিস নিয়ে চিন্তিত? সকালে উঠে ৩ পানীয়ে চুমুক দিলেই কমতে পারে সুগার এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ২ জনের মৃত্যু, নিখোঁজ-২১ মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি গাজার শাসনকাঠামো নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র–রাশিয়া, জাতিসংঘে পাল্টাপাল্টি প্রস্তাব