হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আজ রোববার সকালে রাজশাহীর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট ৭,৮,৯ ও ১০ এর সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৪টি ইউনিটকে সশস্ত্রবাহিনীর বীরের প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।।
এসময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাসহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। আর এই বাহিনীর সবচেয়ে দক্ষ ও চৌকস সেনা সদস্যদের রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা ও স্বীকৃতি স্বরূপ দেয়া হয় ন্যাশনাল স্ট্যার্ন্ডাড বা জাতীয় পতাকা।
এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় এই শাখার সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সরকার আধুনিক ও চৌকস সশস্ত্রবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠাসহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখাতে ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
পরে সেনা সদস্যদের বিশেষ নৈপুণ্য লাঠি খেলাসহ নানা কসরত উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ আগত অতিথিরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.