হিলিতে ভেজাল কীটনাশক তৈরি সরঞ্জামাদিসহ এক যুবক আটক
জয়পুরহাট প্রতিনিধি: আজ শনিবার সন্ধ্যায় হিলির চৌধুরী ডাঙ্গাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরির সময় কীটনাশক তৈরি সরঞ্জামাদিসহ হাবিবুর রহমান নামের এক জনকে আটক করেছে পুলিশ। আটক হাবিবুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম বিটিসি নিউজকে জানান, বালু, পাথরের ইটের গুড়া দিয়ে ভেজাল কীটনাশক তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে হাবিবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির সরঞ্জামাদিসহ তাকে হাতে নাতে আটক করা হয়।
পরে ভেজাল কীটনাশক তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.