হিন্দি সিনেমা করছেন মধুমিতা তবে ভাষা নিয়ে চিন্তিত

বিটিসি বিনোদন ডেস্ক: অভিনয় দক্ষতা ও সৌন্দর্য গুনে টলিউড জয় করার পর এবার বলিউড মাতাতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল মধুমিতা মুম্বাই যাচ্ছেন। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়েছেন বহু অভিনেতা। আর এবার সেই তালিকায় নাম লেখালেন সকলের প্রিয় পাখি। তবে হিন্দি সিনেমা হলেও ভাষা ভোজপুরী হওয়ায় চিন্তিত বাঙালী এ অভিনেত্রী।
এর আগে মধুমিতা জানিয়েছিলেন হিন্দি সিনেমায় কাজ করার কথা। বলেছিলেন, ‘বেশকিছু কাজের জন্য কথা হয়েছে। তবে যতক্ষণ না কনফার্ম হচ্ছে কিচ্ছু বলতে চাই না।’ তবে এখন জানা যাচ্ছে অভিনেতা তনুজ ভিরওয়ানির সঙ্গে ‘ফর্জ’ নামে একটি সিনেমায় কাজ করতে চলেছেন মধুমিতা। এর আগে ‘ইনসাইড এজ’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন তনুজ। সানি লিওনের সঙ্গেও একটি ছবিতে কাজ করেছেন তিনি।
মধুমিতা বলেন,বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায় এর ‘ফর্জ’ হিন্দি সিনেমা হলেও সিনেমাটি আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতমের এই সিনেমা হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি। কারণ, আমি তো আদপে বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন। তার উপর আবার একটা বাংলা ছবির শ্যুটিংও রয়েছে। সেই বাংলা ছবির কাজ কিছুটা করে আগস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হিন্দি ছবি ‘ফর্জ’-এর কাজ শুরু করব। তারপর আবারও এসে বাংলা ছবির বাকিটা শ্যুট করব।
এছাড়া ছবির গল্প নিয়ে মধুমিতা বলেন, “ফর্জ’ একটা কমেডি এবং ইমোশনাল গল্প। ছবিতে আমি একজন সরপঞ্জির মেয়ে। এটা যে ধরনের গল্প, সেটা মাথায় রেখে বিভিন্ন জায়গায় শুটিং হবে। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাতেও শুট হওয়ার কথা রয়েছে। তবে এর বেশি কিছু এখনই বলতে পারব না।”
জানা গেছে, এই ছবির গল্প বিহারের পটভূমিকায় একটা প্রেমের গল্প। নায়ক-নায়িকার এই প্রেমে বাধা হয়ে দাঁড়াবে তার বাবা। মধুমিতা-তনুজ ছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাল শর্মা, গোবিন্দ নামদেব, মুস্তাক খান প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.