হিজবুল্লাহ সব সীমা ছাড়িয়ে গেছে, হুঁশিয়ারি ইসরায়েলের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েল বলেছে তার সব সীমা অতিক্রম করেছে। গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে এক ফুটবল মাঠে হামলায় ১২ জন শিশু-কিশোর নিহত হওয়ার পর তারা এই হুঁশিয়ারি দেয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শনিবারের রকেট হামলা নিশ্চিত করেছে হিজবুল্লাহ একটি ‘সন্ত্রাসী সংগঠন’। মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবারের গণহত্যার পর হিজবুল্লাহ রেড লাইন অতিক্রম করেছে। এটা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই না। তারা একটা সন্ত্রাসী সংগঠন যারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে।’
মন্ত্রণালয়ের মতে, ‘একটি ইরানি রকেট আমাদের ছেলে-মেয়েদের মৃত্যুর কারণ। তারা জানিয়েছে, হিজবুল্লাহ ‘একমাত্র সন্ত্রাসী সংগঠন যার নিজের অস্ত্রাগারে সেই রকেট রয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.