হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরাইলি সীমান্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিব্বুজ শহরের মানারা সীমান্তে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
সংবাদামাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, বুধবার (১ নভেম্বর) গভীর রাতে মানার সীমান্তে ইসরাইলি সামরিক বাহিনীর পোস্ট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।
হামলার বিষয়টি স্বীকার করে আইডিএফ জানায়, ভূপৃষ্ঠ থেকে আকাশে ছোড়া এ ক্ষেপণাস্ত্রে ইসরাইলের সামরিক পোস্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে, ইসরাইলি দৈনিক হারেজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরাইলের দিকে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র ‘তাক করে রেখেছে’ হিজবুল্লাহ। ইসরাইলি বাহিনী গাজায় হামলা বন্ধ না করলে যেকোনো সময় আক্রমণ করা হবে বলেও সতর্ক করে তারা।
ইরানের সহায়তায় ও সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারকে সহায়তার মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে হিজবুল্লাহ, যা কাজে লাগিয়ে গোষ্ঠীটি রকেটসহ বিভিন্ন ধরনের অস্ত্রের মজুত বৃদ্ধি করেছে বলে জানা গেছে। 
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, হিজবুল্লাহর কাছে প্রায় দেড় লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। লেবানন থেকে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানার মতো প্রচুর রকেট ও ক্ষেপণাস্ত্র গোষ্ঠীটির কাছে রয়েছে বলে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, গত ৩১ অক্টোবর গাজা যুদ্ধের প্রতিশোধ নিতে ইসরাইলে ড্রোন হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.