হামাস নেতাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হায়াসহ আরও দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বৈঠকে হামাস নেতাদের উদ্দেশে খামেনি বলেছেন, আপনারা ইসরায়েলকে পরাজিত করেছেন। এটি আসলে যুক্তরাষ্ট্রের পরাজয়। আপনারা তাদের একটিও লক্ষ্য অর্জন করতে দেননি।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষ্যে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন এবং ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিনিধিদলে হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ এবং শীর্ষ হামাস কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ উপস্থিত ছিলেন। তারা গাজা এবং পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি এবং ‘অর্জিত বিজয় ও সাফল্যের’ বিষয়ে খামেনিকে অবহিত করেন।
খলিল আল-হায়াকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আপনার (খামেনি) সঙ্গে মাথা উঁচু করে দেখা করতে এসেছি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির বিষয়ে খামেনি বলেছেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানিদের মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.