হাতিয়ায় মায়ের অনুপস্থিতিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত নাহিদ হোসেনকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাহিদ হাতিয়ার হরনি ইউনিয়নের বয়ারচর নুরু ব্যাপারী বাড়ির বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ ওই কিশোরীর প্রতিবেশী। এর সুবাদে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। এসব বিষয় স্থানীয় ও পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়। বাবা ও ভাই অন্যত্র চাকরি করায় বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন ভুক্তভোগী কিশোরী।
অভিযোগ উঠেছে, গত রোববার (৭ এপ্রিল) বিকেলে মেয়েকে বসতঘরে ঘুমে রেখে পাশের বাড়িতে যান মামলার বাদী। এ সুযোগে ঘরে প্রবেশ করে ইচ্ছের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ করে নাহিদ। পরে তার মা বাড়ি ফিরলে বিষয়টি তাকে জানায় নির্যাতনের শিকার ওই কিশোরী।
এ ঘটনায় গত মঙ্গলবার (৯ এপ্রিল) কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় নাহিদকে আসামি করে মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজারে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব ১১- এর সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে ইতোমধ্যে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.