হাক্কানি নেটওয়ার্ক ও তালেবান আলাদা : যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হাক্কানি নেটওয়ার্ক ও তালেবানের মধ্যে গভীর সম্পর্ক থাকলেও তারা এক নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেন, হাক্কানি নেটওয়ার্ক এবং তালেবানের মধ্যে সম্পর্ক গভীর হলেও তারা পৃথক সত্তা, এক নয়।
তবে একটি বিষয় পরিষ্কার— দুই গোষ্ঠীর মধ্যে অত্যন্ত গভীর সংযোগ রয়েছে। ২০১২ সালে যুক্তরাষ্ট্র হাক্বানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছে তালেবান। এর পর থেকেই ফের আলোচনায় আসে দুর্ধর্ষ এ গোষ্ঠীটি।
তালেবানের প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদার তিন উপপ্রধানের অন্যতম সিরাজউদ্দিন হাক্কানি এই নেটওয়ার্কের লোক।
কাবুলে ২০১১ সালপরবর্তী সময়ে সবচেয়ে বিধ্বংসী বেশ কয়েকটি জঙ্গি হামলার জন্য দায়ী করা হয়ে থাকে হাক্কানি নেটওয়ার্ককে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ২০১১ সালে হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা খলিল হাক্কানিকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ গোয়েন্দারা হাক্কানি নেটওয়ার্কের এই নেতার খোঁজে আকাশ-পাতাল এক করে ফেলেছিলেন।
অবশ্য সম্প্রতি তালেবান কাবুল দখল করার পর তিনি প্রকাশ্যে এসেছেন।  কাবুলের এক মসজিদে তাকে দেখা গেছে।
দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে ৩১ আগস্টের মধ্যে। সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর অপ্রত্যাশিত গতিতে রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। (সূত্র: এনডিটিভি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.