সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের সাথে নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সেইসঙ্গে দ্রুত ধান ঘরে তুলতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকদের তাগিদ দিলেন তিনি।
আজ শুক্রবার সুনামগঞ্জের দেখার হাওরে এসে গলায় গামছা পড়ে ও কৃষকদের প্রচলিত তালপাতার গোলছাতা মাথায় দিয়ে কাস্তে হাতে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
পরে কম্বাইন্ড হারভেস্টারে চড়ে কৃষিমন্ত্রী ধান কাটার কলাকৌশল দেখেন। ধান কাটা শেষে পাকা ধানের কাটা মুঠ হাতে নিয়ে ছবি তুলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম নির্ধারণের জন্য আগামী রোববার আমাদের সভা হবে। খাদ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় সেদিকে লক্ষ্য রাখা হবে। কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে।
তিনি বলেন, এ বছর খাদ্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই কোটি বাইশ লাখ মেট্রিক টন।
মন্ত্রী আরও বলেন, ধানের দামে যেন মধ্যসত্ত্বভোগীরা সুবিধা নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারে সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনও সিন্ডিকেট তৈরি না হয় সে ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।
সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের দেখার হাওরপাড়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য,চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ২শ ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা। এ থেকে ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদন হবে যার বাজার মূল্য ৪ হাজার ১শ’ কোটি টাকা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.