বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গোলাপী বেলুনের মতো দেখতে আর মুখে দিতেই মিলিয়ে যায় এ কারণে হাওয়াই মিঠাই দুনিয়াজুড়েই শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। পার্ক, মেলাসহ যে কোন জনসমাগমে হাওয়াই মিঠাই বিক্রি হতে দেখা যায়। কিন্তু, নাগরিকদের স্বাস্থ্যগত নিরাপত্তার দিক বিবেচনায় নিয়ে ভারতে হাওয়াই মিঠাই নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে, নমুনা পরীক্ষার পর ক্যানসারের জন্য দায়ী উপাদান রোডামিন-বি এর উপস্থিতি নিশ্চিত হওয়ায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ু হাওয়াই মিঠাই নিষিদ্ধ করে। একই রকম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি। এছাড়াও অন্ধ্র প্রদেশ এবং দিল্লিও হাওয়াই মিঠাই নিষিদ্ধ করার পথে রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
এই রোডামিন-বি হাওয়াই মিঠাইকে গোলাপী করে। প্রকৃতপক্ষে, রোডামিন-বি কাপড়ের রঙ, এছাড়াও প্রসাধনী এবং কালি তৈরিতে ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, রোডামিন-বি ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ইউরোপ এবং ক্যালিফোর্নিয়া খাদ্যদ্রব্যে এই রাসায়ানিক ব্যবহার নিষিদ্ধ।
এ ব্যাপারে চেন্নাইয়ের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা পি সতীষ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, হাওয়াই মিঠাইয়ের থাকা ক্ষতিকর উপাদানের কারণে ক্যানসার হতে পারে এমনকি এ কারণে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, চেন্নাইয়ে কোন নিবন্ধিত প্রতিষ্ঠান হাওয়াই মিঠাই বিক্রি করে না। ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ সমুদ্র সৈকতে হাওয়াই মিঠাই বিক্রি করে থাকে। বিক্রি বন্ধে অভিযান চলছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.