হাইভোল্টেজ সেমিতে ভারতকে বোলিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া বনাম ভারত—চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের সবচেয়ে জমজমাট ম্যাচ। জিতলেই নিশ্চিত হবে ফাইনাল, হারলেই বিদায়। এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছে ‍দুদল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো ভারতকে স্তব্ধ করার লক্ষ্য অস্ট্রেলিয়ার, আর প্রতিশোধ নিয়ে জয়ের ধারাবাহিকতা রক্ষাই লক্ষ্য ভারতের। হাইভোল্টেজ এই ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
ভারত দলের জন্য হাতের তালুর মতই মুখস্থ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। এবারের আসরে দলটি আইসিসির সুবিধা নিয়ে একই ভেন্যুতে খেলার সুযোগ পাচ্ছে প্রতিটি ম্যাচ।
ফলে কোন ধরনের ভ্রমণ করতে হচ্ছে না নীল শিবিরকে। তাছাড়া প্রতি ম্যাচ একই ধরনের উইকেটে খেলবে বলে স্কোয়াডে গড়ার সময় সেই বাড়তি সুবিধা পেয়েছে ভারত।
এই দুদল একে অপরের বিপক্ষে ১৫১ ম্যাচ খেলেছে। যার মাঝে ৮৪টি জিতে এগিয়ে অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারতের জয় ৫৭ ম্যাচে। ফলাফল শূন্য ছিল ১০ ম্যাচ। চয়াম্পিয়নস ট্রফিতে আবার ৪ মোকাবেলার ২টি জিতে এগিয়ে ভারত।
তবে অজিরা যে ১ ম্যাচ জিতেছে সেটা আবার ২০০৬ সালের শিরোপা নির্ধারণী ম্যাচটা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.