বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-২ উন্মোচন করল ইরান। গাজায় ইসরাইলের নির্বিচার বোমা হামলার মধ্যে রোববার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মধ্যদিয়ে মূলত ইসরাইলকে হুঁশিয়ারি দিল তেহরান।
সামরিক শক্তিতে বর্তমান বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে, ১৪৫টি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটির অবস্থান ১৭তম।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর টানা কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও স্থল, আকাশ ও সমুদ্রসীমায় প্রয়োজনীয় প্রতিরক্ষা চাহিদার সবটুকুই অর্জন করেছে দেশটি। এরপরও সামরিক গবেষণা ও প্রতিনিয়ত নিত্য-নতুন অস্ত্র তৈরি করে চলেছে তারা।
বিশ্বের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচী রয়েছে ইরানের। দেশটি জানিয়েছে, তাদের তৈরি ক্ষেপণাস্ত্র এরই মধ্যে ইসরাইল ও ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইউরোপী দেশগুলোর বিরোধিতার মুখে তেহরান বলছে, তারা তাদের ‘আত্মরক্ষামূলক’ ক্ষেপণাস্ত্র কর্মসূচীর উন্নয়ন অব্যাহত রাখবে।
ক্ষেপণাস্ত্র কর্মসূচীর ধারবাহিকতায় সম্প্রতি ফাত্তাহ নামে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইরান এবং ২০২২ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
এরপর চলতি বছরের জুন মাসে ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে উন্মোচন করা হয়। হাইপারসনিক অর্থ যা শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের হাতেই এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের দাবি, মাত্র ৪শ সেকেন্ডে তেল আবিবকে ধ্বংস করতে সক্ষম দেশটির হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’। আরও বলা হয়, শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুতগতিতে ১৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি।
প্রতিরক্ষা বিশ্লেষক হামজা পারিয়াব এ ক্ষেপণাস্ত্রকে ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করে বলেন, এটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোকেও ফাঁকি দিতে সক্ষম। ফাত্তাহ’র উন্মোচনের পাঁচ মাস পর সামনে আনা হলো ফাত্তাহ ২ যা আগের ক্ষেপণাস্ত্রটির আপডেট ভার্সন ও আরও উন্নত।
ইরানি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন মতে, রোববার (১৯ নভেম্বর) সকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আইআরজিসির এরোস্পেস ফোর্সের উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। আশুরা অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। সেখানেই ফাত্তাহ ২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন তিনি।
ফাত্তাহ ২ উন্মোচনের পর এক ভাষণে ইসরাইলের উদ্দেশে সর্বোচ্চ নেতা খামেনি বলেন, ‘গাজায় তীব্র বিমান হামলা ও বোমাবর্ষণ সত্ত্বেও জায়নবাদী ইসরাইল এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। কারণ তারা শুরু থেকেই বলে আসছে, হামাস ও প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করাই তাদের লক্ষ্য। কিন্তু ৪০ দিনের বেশি পার হলেও তাদের সেই লক্ষ্য অর্জিত হয়নি।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.