বিটিসি স্পোর্টস ডেস্ক: আর্লিং হলান্ডের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে ১-০ ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। এ জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠল এল পেপ গার্দিওলার শিষ্যরা। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এ জয় পায় সিটি। যেখানে ম্যাচের শুর থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে সিটি। তবে তেমন কোনো উল্লেখযোগ সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথমার্ধে গোলশূন্যই থাকে।
অবশেষে বিরতির পর ৭১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। দারুণ এক প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে বল পায়ে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন হলান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একাধিক দলের বিপক্ষে মাঠে নেমে সব প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন নরওয়ের এই তারকা (২১/২১)।
এর আগে হ্যারি কেইন ৩২ দলের বিপক্ষে খেলে সবার বিপক্ষেই গোল করেছেন বর্তমানে বায়ার্ন মিউনিখের খেলা এই ইংলিশ স্ট্রাইকার।
গত আসরের সর্বোচ্চ গোলদাতা হলান্ড এবারও তালিকায় শীর্ষে আছেন, তার গোল হলো ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২টি।
লিগে ২৫ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৫৬। শীর্ষে লিভারপুলের পয়েন্ট ৫৭। এক ধাপ পিছিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। শীর্ষ চারের অন্য দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯। ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ব্রেন্টফোর্ড। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.