হরিয়ানায় প্রাচীন হরপ্পা সভ্যতার কবর খুঁড়ে মিললো যুগলের কংকাল
বিটিসি নিউজ ডেস্ক: ভারতের পুনের ডেক্কান কলেজ ডিম্ড উইনিভার্সিটির প্রত্নতাত্ত্বিকরা হরিয়ানায় প্রাচীন হরপ্পা সভ্যতার কবর খুঁড়ে সেই সময়কার এক যুগলের কংকালের সন্ধান পেয়েছেন।
প্রাচীন হরপ্পা সভ্যতার কবরে যুগলের সন্ধান এই প্রথমবার পাওয়া গেলো বলে নিশ্চিত করেছেন নৃতাত্ত্বিকরা। দিল্লির ১৫০ কি.মি. উত্তর-পশ্চিমে হরিয়ানার রাখিগড়িতে কবরটির অবস্থান শনাক্ত করা গিয়েছে।
একই কবরে যুগলের কংকালের ব্যাপারে গবেষণা কাজে যুক্ত ডেক্কান কলেজ ডিম্ড ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বসন্ত সিন্ধ গণমাধ্যমকে বলেন, যুগলকে একই কবরে সমাহিত করার ঐতিহাসিক ব্যাখ্যা নিয়ে ভারতীয় পুরাতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে।

তিনি বলেন, কবরে রাখা পাত্রগুলো হয়তো পানি ও খাবারে পূর্ণ ছিলো। তারা হয়তো বিশ্বাস করতো যে মৃত ব্যক্তিকে সমাধিস্থ করার পর তার এসব দরকার হবে। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে মানুষের সাম্প্রতিক বিশ্বাসও ৫ হাজার বছর পুরনো!#
Comments are closed, but trackbacks and pingbacks are open.