হবিগঞ্জ সাব-রেজিস্টার অফিসে চলে দুর্নীতির মহোৎসব 

প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা সাব-রেজিষ্টার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জমি রেজিষ্ট্রি করার ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেয়া হয়।
বিভিন্ন ফন্দির মাধ্যমে কম মূল্য দেখিয়ে জমি রেজিষ্ট্রি করায় সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব। নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
অনিয়ম দুর্নীতির মাধ্যমে এর অনেক কর্মকর্তা-কর্মচারি অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছে পরিনত হয়েছেন।
ওই অফিসের দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া দলিল লেখকদের মধ্যে গ্রুপিং তৈরী করে স্বার্থ হাসিল, ক্রেতা বিক্রেতার সাথে অশোভন আচরণ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত টাকার অংক বসিয়ে করা হয় দলিল। এ জন্য গুনতে হয় টাকা। ওই টাকার একটি অংশ অফিস খরচ, বাকীটা দলিল লেখকের পকেটে। তাছাড়া এদের সাথে রয়েছে নিয়োজিত দালাল। তাদের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের এনে রেজিস্ট্রারী করা হয়। ত্রুটি বিচ্যুতির জন্য কমিশন দিতে হয়।
এ বিষয়ে ভুক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো: জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.