হবিগঞ্জ জেলার ১৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলতি মাস থেকে মিড ডে মিল কার্যক্রম শুরু হয়েছে। জেলায় মোট ১৭৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৬টি বিদ্যালয়ে “মিট ডে মেইল চালু হয়েছে। কার্যক্রম শুরু হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে এমপিও ভুক্ত ও নন এমপিওভুক্ত বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। তন্মধ্যে ৮০ হাজার ৩শ’ ২৫ জন শিক্ষার্থী ২০ টাকার বিনিময়ে এ সুবিধা ভোগ করছেন। শিক্ষকরাও এর অন্তর্ভুক্ত রয়েছেন।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বিটিসি নিউজকে জানান, এ কার্যক্রম চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে অনেক পরিবর্তন এবং শিক্ষার পরিবেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যারা এ কার্যক্রমের আওতায় আসতে ইচ্ছুক নন তারা বাড়ি থেকে খাবার এনেও খেতে পারেন।
আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বিরতির পর ক্লাসে শিক্ষার্থীরা এনার্জিজনিত কারণে অমনযোগী হয়ে পড়েছে। ফলে এ সকল বিষয় উপলব্দি করেই সরকার এ কার্যক্রম চালু করেছে। শিক্ষা ব্যবস্থাকে গতিশীল ও মান সম্পন্ন করার লক্ষ্যে দেশের সকল বিদ্যালয়ে এ নিয়ম চালু করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.