হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দায়ের করা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ নভেম্বর)  সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হল, জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার পুত্র শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর পুত্র সালাউদ্দিন (২০)।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মোঃ শিপন আহমেদ জানান, আসামীরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আব্দুল হকের বতস ঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে এ ঘটনায় আব্দুল হকের কন্যা বাদী হয়ে ৪ অক্টোবর আসামীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় ১০ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনেরই স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন পলাতক ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট আবুল মনছুর চৌধুরী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো. জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.