বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্য সফরে গিয়েছেন। বুধবার তিনি দেশটি পরিদর্শনে যান। এমন এক সময়ে তার এই সফর, যখন কিয়েভ রুশ আক্রমণ ঠেকাতে পশ্চিমাদের কাছে অস্ত্রশস্ত্র ও সামরিক সহায়তা চাইছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনের উত্তরে স্টানস্টেড বিমানবন্দরে জেলেনস্কিকে স্বাগত জানান। জেলেনস্কি ইউকে রয়েল এয়ারফোর্স সি-১৭ পরিবহন উড়োজাহাজে করে যুক্তরাজ্যে যান।
ঋষি সুনাক নিজের সঙ্গে জেলেনস্কির ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, যুক্তরাজ্যে স্বাগতম। যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে তিনি সুনাকের সঙ্গে ডাউনিং স্ট্রিট যাবেন।
ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গেও দেখা করবেন জেলেনস্কি। বাকিংহাম প্যালেস বলেছে, ইউক্রেনের সৈন্যদের ব্রিটিশ বাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এটি জেলেনস্কি দ্বিতীয় সফর। এর আগে গেল ডিসেম্বরে তিনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.