হঠাৎ মিসরের বন্দরে ফরাসি যুদ্ধজাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ভেতরেই মিসরে নোঙ্গর করেছে একটি ফরাসি যুদ্ধজাহাজ। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার তাগিদ নিয়ে এ যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিন লিকোরনু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, যুদ্ধ শুরুর পর এই প্রথম ডিস্কমোড নামের মিসরের এ জাহাজটি সোমবার গাজার ৫০ কিলোমিটার দূরে আল-আরিশ বন্দরে এসে পৌঁছে।
ইউরোপ ওয়ান রেডিওকে লিকোরনু বলেন, গতকাল যুদ্ধজাহাজটি মিসরে পৌঁছেছে। আমরা একে একটি হাসপাতালে পরিণত করেছি।
এ যুদ্ধজাহাজটিতে বর্তমানে দুটি অপারেশন থিয়েটার রয়েছে। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, এই হাসপাতালে ১৬ জন সার্জন, ছয়জন শিশুরোগ বিশেষজ্ঞ এবং ২২ জন বেসামরিক চিকিৎসক রয়েছেন।
দুটি অপারেশন থিয়েটারসমৃদ্ধ এ যুদ্ধজাহাজটি আহতদের হাসপাতালে পাঠানোর আগে প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম।
ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে ১৬ জন সার্জন, ছয়জন শিশু রোগ বিশেষজ্ঞসহ ২২ জন বেসামরিক চিকিৎসক রয়েছেন। গাজায় ইসরায়েলি তাণ্ডবে আহত শিশুদের চিকিৎসা দিতে হাসপাতালটিতে ৫০টি বেড রাখা হয়েছে।
এদিকে হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন ছিল আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও ২ দিন বাড়ানো হলো।
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে, এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তিনি জানান, এক দিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.