হজ্ব অ‍্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে যা বললেন প্রধান উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: হজ্ব যাত্রীদের সেবা সহজ করার জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ‍্যাপটি উদ্বোধন করেন তিনি।
হজ্ব যাত্রীদের অ‍্যাপটি ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হজ্ব যাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে, সেজন্য এই অ‍্যাপ বিরাট ভূমিকা রাখবে। স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এই অ‍্যাপ হাজ্বিদের একাগ্রচিত্তে হ্বি পালনে বড় অবদান রাখবে।
তিনি বলেন, হজ্ব ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতে এই অ‍্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দিয়ে অ‍্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
এ ছাড়া চলতি বছর পবিত্র হজ্ব ব্রত পালনের শুরু থেকে হজ্ব যাত্রীরা এই অ‍্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজ্বে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ‍্যাপ ব্যবহার করে হজ্ব যাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন তিনি।
এ সময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.