বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (৪ মে) সকালে তার সরকারী বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনার এ সংকটে সম্মুখ যোদ্ধাদের কোনো ভাবেই মনোবল হারালে চলবে না।
কাদের বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে এবং সক্রমণের বিস্তার ব্যাপক ঘটবে।
তিনি বলেন, করোনা যুদ্ধে যারা সম্মুখসারিতে কাজ করছেন তারা কোনোভাবে মনোবল হারাবেন না। সরকার পুরো জাতি আপনাদের সাথে আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.