‘স্বপ্নালোক বইমেলা’ উদ্বোধন করেছেন কবি মোহন রায়হান

প্রেস বিজ্ঞপ্তি: বইমেলা ২০২৫ উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘স্বপ্নালোক বইমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
বই মেলায় প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ড বাংলা’র সাহিত্য-সংস্কৃতির কাগজ স্বপ্নালোক- এর বিশেষ প্রকাশনা ‘স্বপ্নালোক-বইমেলা’র উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পৃষ্টপোষক কলামিস্ট মোমিন মেহেদী, অভিনেতা হুমায়ুন কাবেরী, নির্বাহী সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি বাপ্পি সাহা প্রমুখ।
কথাশিল্পী শান্তা ফারজানা সম্পাদিত পত্রিকাটিতে বইমেলার যে কোনো নতুন বইয়ের সংবাদ বা লেখা পাঠানোর হোয়াটস অ্যাপ নাম্বার-০১৭১২৭৪০০১৫-এ ও লেখা পাঠানো যাবে বলে জানিয়েছেন স্বপ্নালোক-এর সম্পাদনা পর্ষদ।
সংবাদ প্রেরক (আলেয়া বেগম),সহকারী পরিচালক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.