স্কুল ড্রেস ছাত্রীর বেশে নেহা কক্কর
বিটিসি বিনোদন ডেস্ক: ক্লাস রুমে নেহা কক্কর পরনে স্কুল ড্রেস, ক্লাসেরই এক ছাত্রের সঙ্গে চোখে চোখে ইশারাও হলো। সম্প্রতি অন্যরূপে ধরা দিলেন গায়িকা নেহা কক্কর। এভাবে ছাত্রীর বেশে নেহাকে আগে দেখেছেন?
ভাই টনি কক্করের নতুন মিউজিক অ্যালবাম ‘কুছ কুছ হোতা হ্য়ায়’-তে এভাবেই দেখা গেছে ‘আঁখ মারে’ গায়িকা নেহাকে। যদিও এই মিউজিক অ্যালবামে ছোট্ট একটু ভূমিকাতেই দেখা গেছে নেহাকে। পুরো মিউজিক অ্যালবামটি আবর্তিত হয়েছে নেহার ভাই টনি ও তাঁর স্কুল জীবনের নতুন প্রেমককে ঘিরে। অ্যালবামে নেহা ও টনি কক্কর ছাড়াও দেখা গেছে ইন্টারনেট সেলিব্রিটি প্রিয়াঙ্কা শর্মা, আশিকা ভাটিয়া, মেলভিন লুইস, পাশাপাশি টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা শর্মা। এই মিউজিক অ্যলবামে ছোট্ট একটু ভূমিকায় নেহাকে দেখা গেলেও স্কুল ড্রেসে বেশ ‘হট’ই লেগেছে নেহাকে।
প্রসঙ্গত, সম্প্রতি ‘ইসমে তেরা ঘাটা’ গানের একটি ভিডিও করেছেন নেহা। মনে করা হচ্ছে সম্প্রতি হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের কারণে তাঁকে উদ্দেশ্য করেই এই গান গেয়েছেন নেহা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.