বিটিসি স্পোর্টস ডেস্ক: গোল নয়, বরং হৃদয়স্পর্শী এক ঘোষণা দিয়ে আবারও ভক্তদের চমকে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসর ফুটবল ক্লাবের প্রকাশিত এক ভিডিও বার্তায় পর্তুগিজ সুপারস্টার জানালেন, সৌদি আরবেই স্থায়ীভাবে বসবাস করতে চান তিনি ও তার পরিবার।
হাসিমুখে রোনালদো বলেন, `আমি চাই বাকি জীবনটা এখানেই কাটাতে। সৌদি আরব শান্তিপূর্ণ ও নিরাপদ একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার সত্যিই ঘরের মতো অনুভব করি।‘
৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর যোগ দেন সৌদি ক্লাব আল-নাসরে। এরপর থেকেই সৌদি প্রো লিগের জনপ্রিয়তা বাড়াতে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি। গত বৃহস্পতিবার আল-নাসরের সঙ্গে চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়ে বুঝিয়ে দিয়েছেন, সৌদি আরবের প্রতি তার ভালোবাসা কেবল পেশাগত নয়, ব্যক্তিগতও।
রোনালদো বলেন, `আমার পরিবার সব সময় আমার সিদ্ধান্তকে সমর্থন করেছে। আমরা এখানে সত্যিই সুখে আছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবেই জীবন গড়ব।‘
মাঠে যেমন উচ্চাকাঙ্ক্ষী, মাঠের বাইরেও তেমনি। রোনালদো জানান, তিনি যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং বিশ্রাম নিয়ে আল-নাসরের হয়ে বড় শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোনালদোর মতে, সৌদি প্রো লিগ এখন বিশ্বের সেরা পাঁচটি ফুটবল লিগের একটি। তিনি বিশ্বাস করেন, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় আসর।
এছাড়াও সৌদি সংস্কৃতি ও মানুষের প্রশংসা করে রোনালদো বলেন, `এখানে যে ভালোবাসা ও সম্মান আমরা পাই, তা অতুলনীয়। এ কারণেই আমি স্থায়ীভাবে সৌদি আরবে থাকতে চাই।‘ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.