সোনালী ব্যাংকের আওতায় রামেকে ২০০ পিপিই বিতরণ

রাবি প্রতিনিধি: সোনালী ব্যাংক লিমিটেড এর সিএসআর কার্যক্রমের আওতায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের মধ্যে বিতরণের জন্য ২০০ (দুইশত) সেট পিপিই হস্তান্তর করা হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটড এর সিইও এন্ড ম্যানজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধানের পক্ষ হতে জেনারল ম্যানেজার’স অফিস, রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), মীর হাসান মোহাঃ জাহিদ, রাজশাহী মেডিকল কলেজ হাসপাতাল এর পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমান এর নিকট আজ হস্তান্তর করেন।

পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন, (ডিজিএম, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস), রথীদ্রনাথ চক্রবর্তী, (এজিএম, জিএম অফিস), মোঃ মোর্শেদ ইমাম, (এজিএম, জিএম অফিস, রাজশাহী) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ম্যানেজার, জনাব এ,বি,এম, ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: তানভীর তুষার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.