বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দি-বার্ষিক নির্বাচন উপলক্ষে একরামুল হক প্যানেলের পরিচিতি সভা হয়েছে।
বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে একরামুল হক প্যানেল পরিচালনা কমিটি’র আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল প্রধান এমিল এন্টারপ্রাইজের আলহাজ্ব একরামুল হক।
সভাপতিত্ব করেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাবেক সভাপতি কবিরুল রহমান খান খোকন।
অনুষ্ঠান সঞ্চাচলনা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূর আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিল্পপতি মফিজ উদ্দিন, আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মুস্তাফিজুর রহমান, সাজ্জাদ এন্টারপ্রাইজের মাসুদ রানা।
আগামী ১৫ ফেব্রুয়ারী সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩০২টি। সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.