বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের আগামী ১৫ই ফেব্রুয়ারি দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৫ উপলক্ষে আবু তালেব-কাজী-শাহাবুদ্দিন-মাওলানা মামুনুর রশিদ প্যানেলের পরিচিত ও মতবিনিময় সভা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ পৌর এলাকার একটি অভিজাত হোটেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তালেব।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহুরুল কাইয়ুম বাবর মেসার্স আল ফাতিহা টেটাস, মোহাম্মদ সেলিম রেজা মেসার্স সেলিম এন্টারপ্রাই, মোঃ মিজান সাহেব, মেসা সিরিয়াদ এন্টারপ্রাইজ, মোঃ ফারুক হোসেন, মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল।
এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নিবাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমসসহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। তিনি আরও বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার সহযোগিতা অব্যাহত রাখব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.