সোনাইমুড়ীতে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুনের নির্দেশনায় মঙ্গলবার বাদ আসর সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এতে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতের পর মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করেন।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার জন্য বিশেষ দোয়া কামনায় মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন টুটুল, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট তুহিন চৌধুরী সহ উপজেলা ও পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.