সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ ও নোয়াখালী-১আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম কর্তৃক ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০মার্চ) বিকেল ৩টায় সোনাইমুড়ী সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতান শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিফজুল বাহার রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের,সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান, পৌরসভা মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার,উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন বিএনপি সরকারের সময় সার বীজের জন্য কৃষকদেরকে গুলি করে হত্যা করেছে। সার বীজের জন্য এখন আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কথা চিন্তা করে,ভর্তুকি দিয়ে সার বীজ সরবরাহ করছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকায় মার্কায় মনোনয়ন দিবেন আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সভায় শেষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম কৃষকদের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এসময় সংসদ সদস্যের শাড়ি লুঙ্গি উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃষকরা।
তারা বলেন, বিগত সালে আর কোনো এমপি এভাবে তাদের উপহার দেয়নি। এইচ এম ইব্রাহীম এমপি তাদের পাশে দাঁড়িয়েছে। তাই পূণরায় তাকে সংসদ সদস্য হিসেবে চায় তারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.