বিটিসি বিনোদন ডেস্ক: জনপ্রিয় মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। সংগীতের পাশাপাশি অভিনয়েও সমান দক্ষ তিনি। তবে গানের মাধ্যমেই বিশ্বব্যাপী তার পরিচিতি বেশি। সেই পরিচয় কাজে লাগিয়ে এবার মিউজিক্যাল ট্যুরের প্ল্যান করছেন এ গায়িকা।
সম্প্রতি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমে সেলেনা বলেন, আমি সংগীত নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। মিউজিক্যাল এ ট্যুরের জন্য শারীরিক ফিটনেস শতভাগ ঠিক থাকতে হয়। কারণ স্টেজ শোয়ে অনেক পরিশ্রম হয়। সেই পরিশ্রম করার মতো আমার স্বাস্থ্য ঠিক আছে কি না, সেটি চেক করেই আমি ট্যুরে বের হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।
এর আগেও সেলেনা এমন মিউজিক্যাল ট্যুরে বের হয়েছিলেন।
এদিকে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে এ হলিউডের পপ তারকা এবারের আসরে অভিনেত্রী হিসেবে বড় সম্মাননা পেয়েছেন। এবারের আসরে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয়েছে সেলেনা গোমেজ অভিনীত ‘এমিলিয়া পেরেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো। সেখানে সিনেমাটি সবচেয়ে বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন পায়। এ ছাড়া এই সিনেমায় অভিনয়ের জন্য সেলেনা গোমেজের হাতে ওঠে সেরা অভিনেত্রীর পুরস্কারও। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.