সেনাবাহিনীর দ্বৈততা নিয়ে শঙ্কায় পাকিস্তানের পশতুন জনগোষ্ঠীর মানুষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কতালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর থেকেই নির্ঘুম রাত কাটছে পাকিস্তানের সীমান্তবর্তী কয়েক লাখ পশতুন। তাদের শঙ্কা, তালেবানকে সহায়তা করবে পাকিস্তান সেনাবাহিনী করবে। এতে আসছে সপ্তাহগুলোতে বিপদে পড়বে তারা।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা তালেবানকে সহায়তা করেছিলো পাকিস্তান সেনাবাহিনী। সেসময় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিলো পশতুন জনগোষ্ঠীর মানুষ। তাদের ভূমি ব্যবহার করে অগণিত সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণ গ্রহণ করেছে। বসানো হয়েছিলো একাধিক ক্যাম্প। এসব কার্যক্রম সেনাদের নজরদারীতেই হয়েছে।
কিন্তু ২০০১ সালের পর তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পরেই দৃশ্যপট পাল্টে যায়। পশতুন এলাকায় সন্ত্রাস দমনের নামে ধ্বংসযজ্ঞ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষ। নিহত হয় নিরীহ পশতুন। সেনাবাহিনীর এমন বর্বরতার কারণে অনেকেই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।
নতুন করে তালেবান ক্ষমতায় আসায় পুনরায় সেসব স্মৃতি নাড়া দিয়েছে পশতুনদের মধ্যে। বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুন এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.