সেচ পাম্প স্থাপনে প্রতারণার অভিযোগে নাটোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীর বিরুদ্ধে মামলা, ওসি ডিবিকে তদন্তের নির্দেশ

নাটোর প্রতিনিধি: অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নাটোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারি প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম আমলী আদালতে মামলাটি দায়ের করেন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক রাসেদুল ইসলাম। আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন।
বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মিনারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, সেচ প্রকল্প দেওয়ার কথা বলে কৃষকের কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রাসেদুল ইসলাম নামের এক কৃষক বিএডিসির দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন।
বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের ওই কৃষক অভিযোগ করেন,অভিযুক্ত প্রকৌশলীগণ তাঁর পূর্ব পরিচিত। তাঁরা বাদিকে সেচ প্রকল্প দেওয়ার কথা বলে গত বছর ২৫ মে তিন লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে আরও ৭০ হাজার টাকা গ্রহণ করেন। অথচ প্রকল্পটি তাঁকে না দিয়ে অধিক পরিমান টাকা নিয়ে জনৈক সাজজারুল ইসলামকে দিয়েছেন। ওই ব্যক্তির প্রকল্প এলাকায় এক শতক জমিও নাই। এতে ক্ষতিগ্রস্ত হয়ে বাদি বিএডিসির বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে এই মামলা করতে বাধ্য হন বলে তিনি অভিযোগে উলে­খ করেন। বাদির অভিযোগ গ্রহণ করে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শককে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বাদি পক্ষের আইনজীবী আইনাল হক জানান, অভিযুক্ত দুই প্রকৌশলী প্রভাবশালী হওয়ায় বাদি প্রশাসনিকভাবে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।
বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মো.মিনারুল ইসলাম বিটিসি নিউজকে জানান,বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ওসি,ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.