চট্টগ্রাম ব্যুরো: সূর্যগিরি আশ্রমের উদ্যোগে গত ১৪ জুলাই ২০২৪ এস.এস.সি ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরন ফটিকছড়ির হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী। বিপ্লব চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে এবং আশ্রমের সাধারণ সম্পাদক ধীমান দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দীন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মাস্টার কবির আহম্মদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, মাস্টার খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেট্রোর যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেন গুপ্তা, প্রভাত যুব নারী সংগঠনের প্রশিক্ষক নূরী আসমা, জেসমিন মাহমুদ, ফটিকছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টিপু, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ মুছা।
প্রধান অতিথি বলেন জ্ঞান আহরণ করে সেবার ব্রতে বেরিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার শিক্ষিত জাতির মূলমন্ত্র। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিক্ষিত জাতি হিসেবে বিশ্ব দুয়ারে ঠাঁই করে নিতে শিক্ষা খাতকে অত্যান্ত গুরত্ব দিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.