সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনের কাছে জন-আকাঙ্ক্ষাভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
আজ সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংবাদ সম্মেলনে হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেস দে বলেন, ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী শাসনের অবসানের পর একটি অন্তর্বতঅকালিন সরকার রাষ্ট্র পরিচালনা করছে।
তাই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্রব্যবস্থা সংস্কারের পরে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে অর্পণ করা সহ ১১ টি দাবি তুলে ধরেন র্সবাদ সম্মেলনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.