সুবর্ণচরে যুব রেড ক্রিসেন্টের রমাদান ফুড প্যাকেজ বিতরণ

নোয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আয়োজনে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রমাদান ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠ ও সওদাগর হাট উচ্চ বিদ্যালয় মাঠে পর্যায়ক্রমে অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে এই রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
জানা যায়, এই উপজেলার ০৮ টি ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে এ রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। ফুড ডিস্ট্রিবিউশনে রয়েছ সুজি, তেল, মুড়ি, খেজুর, লবন, বুট, সেমাই।
সুবর্ণচর উপজেলা যুব রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির দল নেতা নূরে তাবাচ্ছুম ঐশীর নেতৃত্বে বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন উপজেলা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্যবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী। এসময় উপজেলা যুব রেড ক্রিসেন্টের সহকারী দলনেতা আজহারুল ইসলাম, আবিদ হাসান ও কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.